এই নিয়ে অনেক রাত কাটে গেছে,
স্বপ্নকে ফিরিয়েছি শূণ‍্য হাতে।
এখন মধ‍্যরাত অব্দি
ফাটল মেরামতের কাজ চলে,
বোধের সিমেন্ট দিয়ে।
পাহাড়ের শিখর থেকে সরিয়েছি লক্ষ‍্য।
ছাদ থেকে ছুঁড়ে ফেলেছি পরাশ্রয়ী অপেক্ষা
ছিঁড়ে ফেলেছি অলীক জগতের ঘোর
সবই অভ‍্যেস।


অর্ধেক পথ পেড়িয়ে এসেছি,
কোনো একদিন সব শোধ দেবে, বলে
শুধু নিয়েই গেছে। ফেরত চাই না!
তাই স্বপ্নকে ফিরিয়েছি দরজা থেকে,
এখন শেষ রাতেরও ঘুম ভাঙে
সঠিক সকালে।