মৃত্যুর দরজা থেকে ফিরে আসলে বোঝা যায়
যন্ত্রণা কাকে বলে!
নিয়ন্ত্রণহীন প্রথম প্রশ্বাসের অপরাধে বোঝা যায়
যাবজ্জীবন স্বশ্রম শাস্তি।
শাবল হাতুড়ি দিয়ে পাহাড় ভেঙে রাস্তা তৈরির সংকল্পে
অস্তিত্ব হয়ে যায় সিঁড়ি।
যা সুন্দর, তা শুধুই পোষাক। নিয়ম চির নির্মম,
সৃষ্টির বেদনায় বেঁচে থাকার সংঘর্ষ, অপরিমেয় অতৃপ্তি।
সময়ের সাথে সাথে বিচ্ছিন্ন হতে থাকে মূখ‍্যচরিত্র,
পরিত্যক্ত সিঁড়ির জীর্ণতায় স্মৃতির প্রলেপ; আক্ষেপের জঙ্গলে ঘুরে বেড়ায় কর্মফল।
শুধু স্বপ্নের শহরে সাজিয়ে নেয় গোপন রূপকথা।


মৃত্যুর দরজা থেকে ফিরে এসে বুঝলাম
বিশ্রামে শান্তি কাকে বলে!