মন খারাপের সুর সূর্যাস্তের ওপারে থাকা
দিগন্ত থেকে দিগন্তে হারিয়ে বেড়ায়
কিছুটা হয়তো রঙঢঙ এর আল্পনায় রাঙা
কিছুটা হয়তো বিয়োগের ব্যথায় ঢাকা


রাতগুলো যখন খুব গভীর হয়ে যাবে
কান পেতে থেকো, স্পষ্ট শুনতে পাবে
টিকটিকির টিকটিক, প্রতিদিনের মতো
ঘড়ির পেন্ডুলামের ঢং ঢং কাতরধ্বনি
আর দিগন্তের ওপার থেকে ভেসে আসা
কিছু তীব্র দীর্ঘশ্বাস আর আক্ষেপের শব্দ!


ঠিক তেমনি আমিও বারেবারে কান পেতে
না শুনেও যেন খুব ভালোভাবে শুনে যাই
একটি সুমধুর চেনা কন্ঠ কোন দূর হতে
আমার নাম ধরে ডেকে চলছে অবিরাম।
থাকতে পারিনা; মন চায় হারিয়ে যাই
ওই চির পরিচিত অধরা সত্তার বাহুডোরে


জানি, এসব মায়ার কোনো অর্থ নেই
নেই কোনো স্বাদ, নেই কোনো সুবাস
তবু কেন ভোররাতের স্বপ্নাচ্ছন্ন চোখে
তারা রাতজাগা পাখি হয়ে মিশে যায়?


০৮.০৬.২০১৮