আমি চলে যাব বসন্তের হাত ধরে
যুগান্তরে আসা কোনো এক উষ্ণ দিনে
তুমি ঘুণাক্ষরেও টের পাবে না
জিততে জিততে কবে যে হেরে বসে আছো!


ডায়েরিটা না হয় রেখেই যাব!
শুকিয়ে যাওয়া কিছু ফুল আর
নিবুনিবু জ্বলতে থাকা সুখস্মৃতিগুলোও।
আমার বারান্দাটা আজ বড় মেঘলা
অপেক্ষা শুধু একটি রৌদ্রোজ্জ্বল দিনের
একটি হলুদ লাল রঙে মাখা বসন্তের!


জানো তো? প্রকৃতিতে যেমন, জীবনেও তেমন
বসন্ত খুব ক্ষণস্থায়ী একটা ব্যাপার।
তাই বসন্তকেই বেছে নিলাম সঙ্গী করে
যেন খুব তাড়াতাড়িই চলে যেতে পারি!



তারিখ : ২১.০৭.১৮