পেঁজা মেঘে মোড়া এক শরৎ বিকেল
হাঁটছিলাম পৃথিবীর পথ ধরে
ধুলি জমা আর মরা দুর্বাঘাসে ছেয়ে থাকা পথ
আর দু'পাশে কাশফুলের ছড়াছড়ি।
হঠাৎ ওষ্ঠ ছোঁয়া অদ্ভুত এক বাতাস,
আকাশের শেষে আঁকা দিগন্তের সীমারেখা,
একমুহুর্তের জন্য থেমে যাওয়া
সময়ের চিরন্তন রেলগাড়ি!


ক্ষণিক প্রশান্তির জন্য এখানে আসা
কর্মব্যস্ত জীবন থেকে কিছুক্ষণ ছুটি নিয়ে।
ঘড়িতে সময় পার হচ্ছে টিকটিক করে
আমায় ফিরতে হবে, দ্রুতই
কিন্তু সূর্যাস্তটা যে বাকি রয়ে গেলো!
থাক, সে না হয় অন্যদিনের জন্যই তোলা রইলো
বিষন্ন সন্ধ্যা নামছে, প্রকৃতির আলো
ধীরে ধীরে নিঃশেষ হয়ে চলছে।
তারপর রহস্যের আঁধার রাত
ডিপ টানেলের মতো গিলে নেবে তাকে!


২৯.০৭.১৮