এক বসন্ত জন্মান্তর আগে এসে
জীবনের রূপ যে কতই মধুর তা দেখিয়েছিল।
সমস্ত সৌন্দর্য সে ঢেলে দিয়েছিল পৃথিবীর বুকে
আর সেই সৌন্দর্যের অমৃত সুধা পান করে
রঙে রঙে ভরেছিল পৃথিবীর পথটুকু।
ডালে ডালে ছিল পুষ্পপল্লবের সমারোহ,
বাতাসে ক্ষণে ক্ষণে কোকিলের কুহুতান
আর মানুষের মনে ছিল জীবনের নবগান।


প্রেমিকাদের খোঁপায় তখন পলাশ অশোকের সমাবেশ
গায়কদের কণ্ঠে তখন নতুন সুরের ঝংকার
কবিদের চিন্তায় তখন শুধুই বসন্তের অপরূপতা
আর কিছু ব্যর্থ প্রেমিকের হৃদয়ে তখনও অব্যক্ত হাহাকার।


রাতের আকাশে ছিল অর্ধচাঁদের মধুমাখা জ্যোৎস্না
জানালা দিয়ে একদৃষ্টে তারই পানে তাকিয়ে
অনাগত জীবনের অশেষ স্বপ্ন আঁকছিল
নববিবাহে আবদ্ধ হওয়া যুবক-যুবতী।


পাতায় পাতায় সবুজতা; ঝিরিঝিরি বাতাসে
তখন চাঁপা ফুলের স্নিগ্ধ সৌরভ ভেসে বেড়ায়
সব মিলিয়ে এক স্বপ্নাচ্ছন্ন পরিবেশ
জানিনা কি বার্তা নিয়ে এসেছিল সেই বসন্ত!


তারিখ : ২৬.০৩.১৮