ফাগুনের দৃষ্টি আজ আমার দিকে নয়
ওই দূরে বহুদূরে নীলসাগরের দিকে হয়তো 一
যেখানে রোদ সাগরের জলে ঝিকিমিকি খেলে
উপরে ডানা মেলে দেয় সহস্র শঙ্খচিল
জাহাজের সাইরেন বেজে উঠে 一 মিশে যায়
আকাশে, বাতাসে, আর পাখিদের কানে!


আমার দুহাতে এখনো মাঘ লেগে আছে
রিক্ততা সাথে; বুকভরা অভিমান নিয়ে
দু'চোখ আমার কেমন যেন করে
ঝাপসা হয় তারা 一 এক ম্রিয়মান আশার জলে!


ফাগুন নেই, পলাশ নেই, শিমুল নেই
কোকিলের ডাক যেন অমাবস্যার চাঁদ!
গাছে নতুন পাতা নেই, নেই স্নিগ্ধতা, নেই লাবণ্য
নেই প্রেমের বিভূষণ, নেই আলোর সুখ।
যা আছে তা শুধুই জল; মনের আকাশ থেকে
কালো মেঘ ভেঙে নামা অথৈ জল!


১৬.০৩.২০২০