দিনশেষে পরিচিত সাঁঝের মায়া
গিটারের তারে অলস কিছু সুর
আমি হারাবো দিগন্ত হতে দিগন্তে
পেরিয়ে নীল আকাশ আর সমুদ্দুর
কমলা রঙের রোদ থাকবে না,
বনলতা সেন আমায় ডাকবে না
শুধু রাত্রিসম আঁধার আর আঁধার
আর চারপাশ মৃত্যুবেদনায় ছারখার
হৃদয়ে প্রেমের দিন আর জাগবে না,
কোনো স্বপ্নের হাত এসে ছুঁয়ে যাবে না
কবি, আমিও যাব একদিন এভাবেই
ঠিক যেভাবে তুমি চলে গিয়েছিলে
নক্ষত্রদের দেশে, তারাদের দেশে
আমিও হারাবো, তোমার খুব পাশে।


তারিখ : ২৩.১০.১৮