যদি মনে করি, এই সব হাহাকার
ধোঁয়ার মতো উড়ে গেলো বহুদূরে
আমার চোখের সামনে শুধু তুমি
এই হৃদয়ের সবটুকু ভাগ জুড়ে।


যদি মনে করি, এই সব রিক্ততা
ছেড়ে গেলো ওই মহাশূন্যের পানে
আমার মনে সুখের ছোঁয়া লাগে
প্রেমের চারু সুর বাজে দু'কানে।


যদি মনে করি এই সব শূন্যতা
কেটে গিয়ে মন পূর্ণ হলো সবে
আমার হাতে তোমার দু'হাত রাখা
এই জীবনও তোমার হলো তবে।


যদি মনে করি, এই সব নিরবতা
তোমার শব্দে একদিন গেলো কেটে
আমি তখন কি আর ধরায় থাকি?
জীবন থেকে বেদনা দিলে ছেঁটে।


যদি মনে করি, এইসব অন্ধকার
একদিন তুমি নিলে নিজের করে
আপন মনে ভাবতে থাকি যেন
চাঁদের আলো আসলো আমার ঘরে।


যদি মনে করি এইসব নিশ্বাস
তোমার শ্বাসে একদিন গেলো মিলে
আমার বুকে তোমার ছোট্ট মাথা
মনে হয়, কত আগে থেকে তুমি ছিলে।


মনে করায় কি আর জীবন চলে?
রাত্রিশেষে প্রভাত যেমন আসে
তেমনি আমার মনে করা শেষে
চোখে কঠিন বাস্তবতা ভাসে


কোথায় তুমি? মরীচিকা হলে নাকি?
হাত বাড়িয়ে পাইনা তোমায় খুঁজে
আমার করুণ নয়ন হলো উদাস
জীবনের ভ্রম পারিনি উঠতে বুঝে!


০৪.০৫.২০২০