চোখে মুখে রক্তে বিভীষিকা আর নেই
সবকিছু এখন বড়ই ধীরস্থির, শান্ত।
এখন চোখের পাতায় আকাশের নীল
মুখের অবয়বে জোনাকির আলো
আর রক্তে সেই পুরানো তুমিই
সেই পুরানো সব ভাবনার আসা-যাওয়া!
শত শত মূহুর্ত রাত্রির আঁধারে মিশে গেছে
দীর্ঘশ্বাস তারাদের শিখার সন্ধানে
চিরকালের মতো পালিয়েছে।
একটি অনন্ত সূর্যাস্ত আসার কথা ছিল
আসেনি; সেও মুমূর্ষুর মতো কেঁদেছে।
দিনশেষে পাখি উড়ে গিয়েছে নীড়ে
আমরাও উড়েছিলাম লক্ষ বছর আগে
তুমি ভুলেছো, আমি ভুলতে পারিনা!


তারিখ : ২৪.০৫.১৯