সুর হারালো, লয় হারালো, কন্ঠ হলো ভারী
গানের খাতায়, প্রাণের পাতায়, নাম যে তবু তারই


কাঙাল বেশে স্মৃতির দেশে, খুঁজি শুধু তারে
ভগ্ন আশা, অবুঝ ভাষা, বোঝাবো যে কারে?
মনের কথা, গোপন ব্যথা, বলতে কি আর পারি?
গানের খাতায়, প্রাণের পাতায়, নাম যে তবু তারই


মনের মাঝে দ্বন্দ্ব বাজে, আসবে ফিরে কি আর?
কি অভিমান পাথর সমান, বুকের মাঝে তাহার!
হৃদয় আমার বৃষ্টি নামার, কালো মেঘের সারি
গানের খাতায়, প্রাণের পাতায়, নাম যে তবু তারই


তারিখ : ০৭.০৭.২০২০