এই সন্ধ্যে একান্ত আমার 一
রেইনট্রির নিচে ঘাস জমে একাকার
সেখানে বসে কত কি ভাবি!
আকাশে তখন রাঙা মেঘের মেলা
একেবারে পশ্চিম প্রান্ত আবছা লাল
সূর্য তার ধ্বংসাবশেষ রেখে গেছে


সারি সারি পাখি ফিরছে নীড়ে 一
আমার মুগ্ধ দৃষ্টি তাদের দিকে
হৃদয়ে তবু এক করুণ বীণার সুর
অকারণকে জোর করে কারণ বানাই
ভাবছি তুমিও তো ছিলে 一
পাখি হয়ে উড়ে গেছো কবে!


২৪.০৪.২০২০