খুব জ্যোৎস্নালোকিত এক রাত আসবে
আমার প্রস্থান হবে, অতি সন্তর্পণে
জারুল ফুল চাঁদের আলোতে মেটে বর্ণ হবে
কিম্ভুতকিমাকার হবে ঘাসের সবুজ
গভীর নিদ্রায় আচ্ছন্ন হবে প্রজাপতিরা
চাতকের উদাস ডাকে কৌতূহলী হবে রাতও!
গহীন বনের মাঝে বিস্তীর্ণ পথ গেছে
ওপারের দিগন্তে তার শেষ প্রান্ত হয়তো
জীবনের পথও হতে পারে সে পথ!
আমি খুব ধীরে ধীরে চলে যাবো হেঁটে
হৃদয়ে অনেক ব্যথাতুর অভিমান নিয়ে
কোনো পিছুটান, মিছেমায়া নেই
আকাশ ডাকবে আমায় দু'হাত বাড়িয়ে
আমি কি করে সাড়া না দিয়ে থাকবো?


তারিখ : ২৯.০৫.১৯