আজও আমি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই 一
হারিয়ে যেতে চাই আকাশের বিশাল উদারতার মাঝে
হারিয়ে যেতে চাই বাতাসের কোমল সজীবতার মাঝে
হারিয়ে যেতে চাই চিরহরিৎ বৃক্ষের সবুজতার মাঝে।


বহু আগের কথা; একদিন আমি যখন হেঁটেছিলাম;
আমার গ্রামের মেঠোপথ ধরে 一
তখন হলদে পাতার সমাহারে ভরে ছিল পথটা।
পথের পাশে যে বাবলা গাছটা রয়েছে
তাতে সারি সারি হলদে রঙা ফুল ফুটে ছিল।
আর একটু দূরে নীল বন-অপরাজিতার সারি
স্নিগ্ধতার পরশ বুলিয়ে দিয়েছিল প্রকৃতির গায়ে।
আমি হারিয়ে গিয়েছিলাম সে প্রকৃতির মাঝে!


আহা সে কী সৌন্দর্য! সে কী অপরূপতা!
যখন ভাদ্র মাসের কোনাে এক গােধুলীলগ্নে
সারা আকাশ, সারা দিকচক্রবাল জুড়ে
সূর্যাস্তের অপরূপ বর্ণচ্ছটায় যখন
মেঘেরা বিচিত্র রঙ-এ রঙিন হয়েছিল, তখন
সূদূরপ্রশস্ত আম জাম বনের ওপার হতে
সমস্ত আকাশ, সমস্ত বাতাস, সমস্ত প্রকৃতি জুড়ে
ছায়া ও অন্ধকার নেমে এসেছিল।
সেই ডাহুকের ক্রন্দনে মেশা গ্রাম্য সন্ধ্যার সৌন্দর্যে
সকল সৃষ্টি থমকে দাঁড়িয়েছিল;
আর আমার মনে লেগে গিয়েছিলাে নেশা 一
বিস্ময়ের নেশা, মুগ্ধতার নেশা।


আমি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম
যেখানে সুনীল সুবিস্তৃত সীমাহীন আকাশ
দূরের গ্রামের সবুজ সুপ্রাচীন গাছের রেখার মাঝে
ঝুঁকে পড়ে মিশে গিয়েছিলাে 一 ছবির মতো।
মরি মরি! সে কী বর্ণনাতীত সৌন্দর্য!
যেন আমার স্বপ্নকামনার ওপারে এক রূপকথার দেশ!


যখন ভর দুপুরের বিষন্ন নিস্তব্ধতায়
হেঁটে গিয়েছিলাম স্নিগ্ধ শ্যামল বনভূমির মাঝ দিয়ে
তখন কি এক বহু অতীত কালের কথা মনে হয়েছিলাে,
যেন আগেও একবার এসেছিলাম, হয়তো পূর্বজন্মে
হেঁটেছিলাম এই নিরুদ্দেশের উদ্দেশ্যে; এই ভেবে
অজানার আনন্দে আমার মন প্রাণ ভরে গিয়েছিলাে।


আমি চিরকালের এক মুগ্ধ অবােধ বালক 一
প্রকৃতির প্রেমে পড়ি; প্রকৃতির কাছে ছুটে যাই বারবার।
এই শেষ শরতের বন-ভরা ঝলমলে রােদে
সূর্যাস্তের আলাের ছায়া আরো ঘন হয়েছিল;
জানতাম 一 এই সমস্ত প্রকৃতির সৌন্দর্য
স্বপ্ন দেশের বার্তা হয়ে আমার অস্তিত্বে মিশে যাবে।