পৃথিবীর লাবণ্যে একদিন হারিয়েছি আমি
এক বিকেলে 一 লোকালয় হতে বহুদূরে
মেঘের নিচে থাকা কাশবনের ধারে
গভীর শ্বাস নিয়েছি 一 দু'চোখের পাতা বুজে!


সন্ধ্যা নামার খুব তাড়া ছিল হয়তো
দিনশেষে পাখিদের নীড়ে ফিরে আসা
শতবর্ষী বটবৃক্ষে তাদের জীবনের আয়োজন
সন্ধ্যা-রাত্রির মিলনে সে এক অপরূপ দৃশ্য!


ছোটনদীর কূলে সারি সারি খেয়ানৌকাতে
শান্ত কুপি বাতি জ্বলে 一 হীরের মতো
অন্ধকার ভেদ করা সেই আলো
চোখের দৃষ্টি ভরিয়ে তোলে 一 অজানা পূর্ণতায়!


মৃদু বাতাসে ভেসে আসা জুঁইয়ের ঘ্রাণ
অন্তর্মনে বাড়ায় স্মৃতির আনাগোনা
আমি কি আমার মাঝে ছিলাম সেদিন?
ভাবি, ভাবি, ভেবেই যাই; উত্তর পাইনি আজও!


১৬.০৯.১৯