জীবনের এ সফর চলতে চলতে
কোথায় কোন মহাসমাধিতে যে মিশে যায়!
আমরা শুধু চেয়ে থাকি আর দেখি
কিভাবে তার ধ্বংসাবশেষ মাটি ছুঁয়ে থাকে
করুণ পৃথিবীতেও এত মায়ার স্পন্দন
এত আনন্দ, এত হাসি, এত ভালোবাসা
এই সবকিছু ফেলে দূর জগতে
কারই বা চলে যেতে ইচ্ছে হয়?


তবু চলে যায়, তবু শেষ হয় জীবনযাত্রা
সমাধিতে পুষ্প ফোটে, শোভিত করে
আর ভোরের নবসূর্যের আলো সেখানে
ঝিকিমিকি করে মুক্তোর মতো!
পূর্ণিমা রাতে চাঁদের আলোয়ও সেই সমাধি
রহস্যময় আর মায়াবী হয়ে উঠে।
কত জীবনই এভাবে কতভাবে সমাপ্ত হয়েছে!
মানুষ চলে গেছে, যাচ্ছে, যাবে
কিন্তু এই মহাজাগতিক নিয়মগুলো
কার জন্যই বা অপেক্ষা করে থাকে?


১৬.০৫.১৮