শেষবার যখন আমার জীবনে বসন্ত এসেছিলো
তখন তোমার আঙুল আমার আঙুলের ফাঁকে
লুকোচুরি খেলায় মেতে উঠেছে
সে কি এক মায়াবী সন্ধ্যা ছিলো!
বড় বিলের পাড়ে বসে ছিলাম, মনে আছে?
ঝিরিঝিরি বাতাসের শব্দ শুনতে শুনতে


সেই সন্ধ্যা কত যে প্রতীক্ষিত ছিল আমার কাছে
তা শুধু আমার ঈশ্বরই জানেন ভালো করে
চারিদিক নির্জন; শুধু ঘরফেরা পাখিদের ডাক,
ঝিঁঝিঁ, আর তোমার আমার শব্দের সংমিশ্রণ!


শেষবার যখন আমার জীবনে বসন্ত এসেছিলো
তখন প্রকৃতিতে শেষ বর্ষার সময় চলে
সেই সন্ধ্যা; আমার কাঁধে তোমার মাথা
সব এখন হারিয়ে খুঁজে ফিরি শুধু


কতই না রঙিন ছিলো বলো সময়গুলো!
আমাদের দু'চোখে বোনা নবস্বপ্নের বীজ
তখন সবেমাত্র ডানা মেলতে শুরু করেছিলো
ছোট কোকিল ছানা বা চড়ুইয়ের মতো!
শেষবার যখন আমার জীবনে বসন্ত এসেছিলো
তখন তুমি বলতে, কখনো যাবে না ছেড়ে


তুমি গিয়েছো আজ প্রায় বছর দশেক হলো
আমি একটিবারও আটকাতে পারিনি
তথাপি তোমার প্রতি আমার কোনো অনুযোগ নেই
আমি বদলেছি, সামলেছি নিজেকে।
তবু বুকভরা চেনা আক্ষেপ নিয়ে বেঁচে থাকা
আমার জীবনে আর বসন্ত আসেনি।


তারিখ: ৩১.০৫.২০২০