এ শহরে এভাবেই সাঁঝ কেটে যায়
কলরবে মুখরিত ব্যস্ত জনজীবন; কিন্তু
ঠিকই কোনো এক সময় নিস্তব্ধতা এসে
এইসব কোলাহলকে গ্রাস করে, ধীরে ধীরে।
আলোর বর্ণচ্ছটা তখন দিগন্তের ওপারে
ইউরোপ, আটলান্টিক কিংবা আমেরিকায়
আর এ শহরে তখন অন্ধকারের খেলা
ঘুমঘুম চোখে স্বপ্নের আসা যাওয়ার বেলা!


আর আমি আছি এভাবেই, আমার মতোই
কল্পনা ভাবনায় কেটে যায় দিনরাত।
তবে গভীর রাতে এ শহরের সাথে তাল মিলিয়ে
আমার চোখজোড়াও ঢলে পড়ে গভীর ঘুমে
নানা রঙবেরঙের স্বপ্নের গাড়িতে চড়ে
আমিও হারিয়ে যাই দেশ হতে দেশান্তরে।


বুঝিনা এ স্বপ্নের বিশেষ অর্থ আছে কিনা
মাঝরাতের আধো ঘুম আধো জাগরণে,
আমার অদ্ভুত স্বপ্নের প্রতিটি শিহরণে
প্রায় সময়ই আমার চোখে ধরা দেয়
বহুদূর হতে আসা অজানা এক শ্রেয়সীর
আমার দিকে চেয়ে অমলিন হাসির সৌন্দর্য!


তারিখ : ০৫.০১.১৯