আমি জানি না সে কেমন নেশা!
কিছু সুর আমাকে এতটা মোহাচ্ছন্ন করে কেনো?
এক অদ্ভুত ও অস্পষ্ট সুরের কথা মনে পড়ে
কিছুমুহুর্তের জন্য আমাকে সম্মোহিত করেছিলো
মনে হয়েছিলো, আমি কোনো এক জ্যোৎস্নারাতে
আটলান্টিকের প্রশস্ত বুক চির করে চলতে থাকা
কোনো জাহাজের ডেকে একলা দাঁড়িয়ে আছি।
চাঁদের আলো সাগরের লোনা জলে প্রতিফলিত হয়ে
মৃদু ঢেউয়ের তালে তালে খেলা করে চলছে
আর তার সাথে আকাশে হাজারো নক্ষত্ররাজিও
আমার এ যাত্রা পিপাসুর দৃষ্টিতে দেখে যাচ্ছে।
সমুদ্রের সুস্বাদু বাতাসে আমার বুক ভরছে প্রতিনিয়ত
আর দূরে কোনো বাতিঘরের ম্রিয়মাণ আলো
জাহাজে সংকেত দিয়ে পথ দেখাচ্ছে নিয়মমতো
সাগরের ফেনিল জলরাশি সব উত্তালতা ভুলে
তখন শান্তির ঘুমে একেবারে আচ্ছন্ন
শুধু প্রথম থেকে শুনে চলছি এই নিরবতা ভেদ করা
জাহাজের ইঞ্জিনের একটানা অদ্ভুত আর্তনাদ!
নিজেকে হঠাৎ অভিযাত্রীর কল্পনায় দেখি!
যেন সেই রহস্যে ভরা ট্রেজার আইল্যান্ড গল্পে
গুপ্তধনের খোঁজে গিয়ে অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া
জিম হকিন্স আবার আমার উপর ভর করেছে


০৫.০৫.২০১৮