ভালোবাসা এসেছিল একরাশ চঞ্চলতা নিয়ে
নীল আকাশকে আরো নীলে রাঙিয়ে
জ্যোৎস্নারাতকে আরো মধুময় করে
পলাশের শাখায় আগুনের ঝড় তুলে
মনে প্রবল উচ্ছ্বাসের ঝংকার বাজিয়ে!
হৃদয়ের হরিৎক্ষেত্রে তোমার আনোগোনা
ধরে রাখতে পারিনি, ধরে রাখা যায় না।
বিরহী কোকিল টানা আর্তনাদ করে গেছে
বাঁশঝাড় ছাড়িয়ে বহুদূরে ছড়িয়ে গেছে
ডুমুর পাতায় চাঁদের ধূসর ছায়া পড়ে
পদ্মপাতা থেকে পদ্মপাতায় হেলে গেছে
তুমি পালিয়েছো, ভালোবাসাও উড়ে গেছে
ঠিক তেমনভাবে, যেমনভাবে ভ্যাপসা ধোঁয়া
উড়তে উড়তে অনেক দূরে বিলীন হয়ে যায়!


তারিখ : ২২.০৩.১৯