একটা স্নিগ্ধ ফুলের স্পর্শ পাবো বলে 一
আমি আকাশ মেঘ ছাড়িয়ে কতদূর ঘুরে এলাম!
তবু ব্যর্থতার গল্প রচিত হয়েছে বারেবার।


ভোরের সূর্য আমায় দেখে হাসে
বলে, "বোকা ছেলে! স্নিগ্ধতা খুঁজে বেড়াও?
সে তো কবেই নিঃশেষ হয়ে গেছে
যেভাবে মানুষ শ্বাস ফেললে 一 সে শ্বাস
বাতাসে মিশে অজানার গন্তব্য খোঁজে!"
আমি দমে গেছি; কিন্তু সূর্যকে বলেছি,
"এই প্রাণে যতদিন উদ্যম আছে
এই রক্তে যতদিন চঞ্চলতা আছে
আমি খুঁজে যাবো 一 আমার কাঙ্ক্ষিত স্নিগ্ধ ফুল"


দুপুরবেলার ক্লান্ত চড়ুই কানে কানে বলে,
"স্নিগ্ধতা উড়ে গেছে 一 ছাইয়ের মতো"
এখন যা আছে তা শুধুই হিংস্রতা
দাবানলের মতো পৃথিবীর বুক 一
এখানে স্নিগ্ধ ফুল পাওয়া কি সম্ভব?"
আমি আরো দমলাম, তবুও জোর করে বললাম,
"হয়তো সম্ভব, চেষ্টা কেন নয়?
হয়তো এভাবে চলতে চলতে একদিন
প্রাপ্তি হবে; চাওয়ার অবসানও"


বিকেলের ঝরা পাতা তুচ্ছ চাহনি দেয়
বলে, "স্নিগ্ধ ফুল খুঁজে পেলেও পেতে পারো!
কিন্তু তা তো ক্ষণস্থায়ী! এই দেখো আমায়
একদা সবুজে রূপবতী ছিলাম
নিষ্ঠুর সময় গেছে 一 আমি শুকিয়ে ঝরে গেছি!"
আমি আশাহতের মতো বললাম,
"সময় সত্যিই এত নির্মম কেন?
সুন্দর কেন ক্ষণস্থায়ী হয়?
কেন স্নিগ্ধ ফুল চিরকাল সৌরভ ছড়ায় না?"


১১.০২.২০২০