আমার বহুদিন কবিতা লেখা হয় না


বসন্তে কৃষ্ণচূড়ার শাখা ভরেছিল লাল রঙয়ে
আমি কৃষ্ণচূড়ার নরম ছোঁয়া পাই না
পৃথিবী আমায় অরণ্যের কাছে যেতে দেয় নি
আমার অরণ্যের শান্তি পাওয়া হয় না


আমার বহুদিন কবিতা লেখা হয় না


ধুতুরার রূপে আমি মোহিত হয়ে
কিছু সুগন্ধ চেয়ে বসেছিলাম
সৌন্দর্যে এত যে বিষ 一
আমার তখনও জানা হলো না!


আমি এক উজ্জ্বল বিকেলের আশায় ছিলাম
আকাশে ঘুড়ি আর মেঘেদের মিতালি থাকবে
আমার আর বিকেল দেখা হয়নি!
যা দেখেছি, তা শুধুই কৃত্রিম আলো


তবু সন্ধ্যায় বাতাসের ঝাপটা আসে
ধুলো উড়ে চলে যায় দূরে
তবু স্বপ্নের রেখা ধীরে যায় ক্ষয়ে
তবু প্রেম মুছে, আকর্ষণ মুছে সব খাঁ খাঁ
রয়ে যায় মায়া, অস্পষ্ট অপূর্ণতা
আর একটা পিছুটান!


একটা রাত আমার কানে
চুপি চুপি বলে গেলো, "তবুও?"
এমন এক রাত্তিরে 一 বহুদিন আগে
আমাদের গন্তব্যের সমাপ্তি হয়েছিল।


তারপর সময় পেরিয়েছে রেলগাড়ির মতো
জেনেছি, এখানে আমি তীব্র একা!


১৯.০১.২০২০