স্বর্গ পাওয়ার সাধ সেদিনই মিটেছে আমার
যেদিন তুমি প্রলয়ের মতো জীবনে এলে!
ঠিক যেভাবে রুক্ষ-শুষ্ক মাটির বুকে
লুটিয়ে পড়ে কালো মেঘের কণা!
যখন পানি মাটিতে মিশে সঞ্চার করে নতুন প্রাণের
সজীব মাটি কোন সাধে স্বর্গ চাইবে তখন?


স্বর্গ পাওয়ার সাধ সেদিনই মিটেছে আমার
যেদিন তুমি আমার চোখে চোখ রেখেছিলে!
ঠিক যেভাবে রাতের সমুদ্রের চোখে
চোখ রাখে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ!
যখন ঢেউয়ের তালে খেলা করে চাঁদের জ্যোৎস্না
প্রেমিক সমুদ্র কোন সাধে স্বর্গ চাইবে তখন?


স্বর্গ পাওয়ার সাধ সেদিনই মিটেছে আমার
যেদিন তুমি আমার বুকে নিজেকে খুঁজেছিলে!
ঠিক যেভাবে সুউচ্চ পাহাড়ের বুকে
ঝরণা বয়ে চলে যুগ যুগ ধরে!
যখন ঝরণা পাহাড়কে বলে যায় তার প্রেমের কথা
নিরব পাহাড় কোন সাধে স্বর্গ চাইবে তখন?


স্বর্গ পাওয়ার সাধ সেদিনই মিটেছে আমার
যেদিন তুমি ভালোবেসে আমায় জিতিয়েছিলে!
ভালোবাসা কত সুন্দর, কত শাশ্বত
আমরা সেদিন দেখেছি তা দু'চোখ ভরে!
যখন তোমার ভালোবাসাই আমার হৃদয়ে দেয় প্রশান্তি
পাগল আমি কোন সাধে স্বর্গ চাইবো তখন?


তারিখ : ২৯.০৪.২০২০