মাঝে মাঝেই ভাবিস যে তুই
আমি আর ভাবিনা বুঝি তোকে -
আঁধার করে নেমেছে ভরা গোধুলীর ছায়া,
কি করে বোঝাই তোকে বল
তুই ছাড়া যে অচল আমি - তুইই সম্বল!
ভুলেও কিছুতেই যে যায়না তোকে ভোলা !


আমার বেঁচে থাকার নিঃশ্বাস তুই
আঁধারে কুলুঙ্গির আলো - ঝন্ঝায় আশ্রয়,
জড়িয়ে রাখি বুকে তোকে
ধমনীর তুই রক্ত আমার -
তুই যে খুব আদর।
আমার যে তুই মঙ্গলদীপ সাঁজতারাটি রাতের ।


জানি আমি ক্ষণে ক্ষণে প্রশ্নরা তোর জাগে মনে
ভাবিস বুঝি এই আমি খুব মন্দ বেরসিক।
হুম - জানিসনা কিছুই যে তুই,
অভিমানে তুই অন্ধ ভীষণ ,
ভোরের শিশির, আঁধার আলোয়,
রাতনিশীথে বারে বারে তোকেই যে ছুঁয়ে আসে মন।


আমার ভালোবাসার নীল আকাশে
রামধনু রঙ তুই প্রেমের নিশান,
পাখনা মেলে গাংচিল তুই উড়িস ।
খুঁটে খুঁটে খাই - প্রেম আমি তুই,
আমার সুগন্ধি গোলাপ হলেও
তুই কাঁটাও ফোটাস বারে বারে অভিমানের ছলে ।


তুই যে আমার ভোরের সূর্য ,
সন্ধ্যারাতে আকাশপারের শুকতারাটি তুই,
ঘুম ভাঙানিয়া তুই যে আমার,
মনপিঞ্জরায় ছড়িয়ে থাকা সুগন্ধী বকুল।
_______________________
অমিতাভ (৫.৪.১৯)