জুবুথুবু ঠান্ডায় কষে লেপমুড়ি, কুকুরকুণ্ডলীতে নেওয়া ওম।
খেজুর রসে ভরা হাঁড়ি,
উঠুনে সুগন্ধি চালের ধোঁয়া ওঠা পায়েশের ঘ্রান,
রোদ্দুরে পিঠ, গরম চায়ে ডোবা সকালের ঠোঁট।
জানালার সার্শীতে শিশিরের চুঁইয়ে পড়া স্রোত,
সে আমার আহ্লাদী পৌষালি ভোর।


কুয়াশাচ্ছন্ন ভোরে পায়ে পায়ে হেঁটে চলা  নির্জন পথে,
শিশির বিন্দুরা দোলে ঘাসে।
আনন্দে দোলে ধান আলের দুপাশে,
শিশিরের ছোঁয়া পেয়ে ভোরের বাতাসে ।


পৌষালি সুগন্ধ মেখে গায়
শিশির বিন্দুর ছোঁয়ায় ভেজে ঘাস, ভেজে মনের জানালা চাতাল।
কুয়াশার আঁচলে ঢাকা ওগো স্বর্ণালী ভোর -
তোমারে যে করি আহ্বান গায়ে মেখে সোনা রোদ্দুর ।


সন্ধ্যা নামে ক্লান্ত শীতের বিকেলে
উত্তুরে হাওয়া দেয় ভিজে বরফের ছোঁয়া।
ঠোঁট কাঁপে , কাঁপে হাড়,
কেঁপে ওঠে চঞ্চল মনের গভীর ।
দেহে ও মনে কে যেন করে সংলাপ,
নির্জন ঝাউবনে শুনি মাতাল হাওয়ার শির শির !


কে যেন জড়িয়ে ধরে মন নরম উষ্ণতার স্পর্শের বৈভবে,
এমন প্রগলভ স্বপ্নীল - আদুরী পৌষালি শীতে !
______________________


অমিতাভ (২৮.১২.১৯) বাড়ি, সকাল ৬-৩৫