ভাইচারা প্রতিবেশী আর স্বজনের সাথে আপনত্বের কথামালায়
অনেক তো রইলাম কাছে, পাশে পাশে গায়ে গায়ে ।
যুগ যুগান্ত ধরে কত না চুক্তি সনৎ, বন্ধুত্বের করেছি হিসেব নিকেশ ।
আসলে তো শুধুই দ্বন্দ্ব নিত্য বিরোধ,
স্বার্থান্ধ এ'জীবন করেই চলেছে যত স্বার্থ নিয়ে খেলা -
অহরাত্র শুধুই রেষারেষি আর গালমন্দ মন কষাকষি ।


তাই করোনা এসেছে দুরমুস নিয়ে হাতে, দিয়েছে ডাক - 'হল্লাবোল'।


কি? নিত্যকাজ, রাজনীতি, ধম্ম কম্ম ? আচ্ছা সে হবে না হয় পরে,
আগেতো ঘরে থেকে নিজে বাঁচ, নিজেকে সরিয়ে দূরে বাঁচাও অন্যকে।
আর নয় আর নয় কাছে, এবার থাকো দূরে দূরে শুধুই সরে সরে।
নৈকট্যের প্রয়োজন, আলিঙ্গন, চুম্বন
দেহের উষ্ণতা উপভোগের চরম অভাব বোধ -
এবার করুক শোধন সংকীর্ণতা ভরা বৈরী এই মনের ।
ধর্ম জাতি আর বর্ণের দোহাই দিয়ে -
মানবতাহীন যত হানাহানি বিদ্বেষ বিবাদ বিভেদের হোক শেষ।


মানবজাতির সমুহ বিপদ আর বিপর্যয় আজ - 'করোনার' রোষে
শতাব্দীর পুঞ্জীভূত পাপের প্রাকারে ওযে সজোরে করেছে পদাঘাত -
বাজিয়ে পরাক্রমে দুন্দুভি শেষে।


আবার উঠুক জেগে সমাজবদ্ধ, বন্ধুবৎসল এক মানবসমাজ,
হিন্দু নয় মুসলমান নয়, নয় খ্রিস্টান
ধর্ম তার হোক - ন্যায় পরায়ণ অকৃত্তিম নিরেট মানবতার।
পৃথিবী আবার হোক সুজলা সুফলা এক নির্মল আনন্দধাম ।


ধৈর্য ধর শান্ত হও পাপমুক্ত কর মন রূদ্ধদ্বারে বসে
দেখ দাঁড়িয়ে সম্মুখে তোমার বজ্রনির্ঘোষ - করোনার রোষ।
________________________________
অমিতাভ (২৯.৩.২০২০) বাড়ি, রাত ১-৩৫


** সুস্থ থাকুন সুস্থ রাখুন
    নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে দিন
    সুস্থ পরিবেশে ঘরে থাকুন ।