পারিনা সইতে তবুও করিনা বিরোধ
বেনো জলে ভেসে গেছে যত প্রতিরোধ,
নত মস্তকে তাই করেই চলেছি শুধুই আপোষ
প্রতিদিন বার বার এভাবেই মরে।
একটু শুধু বাঁচার তাগিদে কত যে আপোষ করি
নিজেকে অগ্রহণীয় করে ছোট থেকে আরও ছোট করি।


বড় ক্লান্ত রিক্ত এই অশান্ত হৃদয় –
আর যে মরতে পারিনা আমি
প্রতিদিন ক্রমাগত এমন মরণে সামিল হয়ে!


(১)
কাপুরুষের মত কেমন মরেই চলেছি প্রতিদিন
বিক্রি করে আপনার যত ঋজুতা মূল্যবোধ –
আপোষের কাছে রোজ,
নতমস্তকে একটু শুধু বাঁচার বাহানায়
(২)
একটু একটু করে ডুবেই চলেছি আমি
যত স্বার্থপরতা আর হীনমন্যতার পাতা
চোরাবালির ফাঁদে ।
(৩)
বাহানা ?
সেতো শুধুই একটু বাঁচার তাগিদে!
হয়তো বাঁচিওবা একটু তবে ওই শুধু বেঁচেই থাকা,
মৃত বিবেকের শবের উপর !


বড় ক্লান্ত রিক্ত এই অশান্ত হৃদয় ,
আর যে মরতে পারিনা আমি
প্রতিদিন ক্রমাগত এমন মরণে –
শুধু একটুকু বাঁচার বাহানায় !
======================
আমিতাভ (১০।৬।২০১৫)বাড়ি, সকাল ৮-০০


**( আমাদের প্রত্যেকের ভিতরে, ধনী দরীদ্র, পাপী, পূণ্যবান নির্বিশেষে বিবেক কী ভাবে আমাদের প্রশ্ন করে চলে, যা বাইরে থেকে হয়তো বোঝা যায়না বা বুঝতে দিই না, অথচ প্রতিনিয়ত কী ভীষন অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে তা নিয়েই এই লেখা বা আমার কবিতাটি )