এখানে সোঁদা মাটির গন্ধ আসে নাকে
নীল আকাশ হাতছানি দেয় সবুজেরা ডাকে ।
শহর ছেড়ে অনেক যোজন দূরে -
এখানে অরণ্য সমীপে।
এখানে বিশুদ্ধ বাতাস বয় ধানের শীষ দোলে,
ভাটফুল হাসনুহানায় গ্রামের পথে সূর্য ডোবে সন্ধ্যাপ্রদীপ জ্বলে,
এখানে একটু হলেও মনকে নিয়ে ভেসে চলার স্বাধীনতা আছে।


এখানে সাল শিরীষ পিয়ালের বনে জ্যোৎস্না ছড়ায় চাঁদ,
জোনাকির আলোর মালা অমানিশায় বনে,
ঝিঙে ফুলে ভ্রমর ওড়ে
ভোরের পাখি ডাক দিয়ে যায় সোনারোদ্দুরে ।
এখানে মরা নদী কচুরিপানা কল্মি ফুলের ঘ্রাণে
আজও  বাংলার মুখ আমি দেখি,
এখানে আঁকাবাঁকা বনপথে এখনও একটু স্বাধীনতা  আছে।
_________________________
অমিতাভ( ১৭.১২.২০২২)
চৌপাহাড়ি ,দরোন্দা, বীরভুম