সুখের আবীর সারা অঙ্গে মেখে
বিভোর হয়ে ছিলেম তোমায় নিয়ে,
হারিয়েও তারে প্রাণভরে পাই
দুঃখের বাতায়নে।


পারেনা প্রাণ সইতে সে আর
পাল ছিঁড়ে দাঁড় ভাঙ্গে যে তার,
সুখ অসুখের দ্বন্দে নাকাল
বিরহী জীবন।


দুই চোখের ওই জলাধারে
ক্রমাগত চাপ বেড়েই চলে ,
জমতে জমতে কানায় কানায়
ওরা বিপদসীমার ধারে।


জানিনা সে হঠাৎ কখন
সব ভাসিয়ে দুকূল ভাঙ্গে,
বইতে দেখি প্রবল ধারায় অক্ষিপ্রপাত হতে -
আমার অশ্রু বিনোদন !,
___________________
অমিতাভ (৯.৩.১৯)