ভোরের পাখি উঠল ডাকি
আজ বসন্ত সকাল,
কাক কোকিল ওই চড়াই টিয়া
ভোরের আলোয় জাগায় ওরা,
বউ কথা কও ডাকে দূরে
পুবের আকাশ লাল ।


মৌমাছি করবি ফুলে
মিলনসুখে পরাগ মেলে ফুলের স্বয়ম্বর,
ধরণি উঠেছে সেজে - বসন্ত বাহার।
ফুল পাখি আর সোনারোদে
কি অপরূপ মায়াবী এই
বসন্ত সকাল !
_____________________
অমিতাভ (১৭.৩.১৯) বাড়ি, সকাল ৬-০০