আচ্ছাদনের নিচে কে ওই বেআব্রু লুকিয়ে ?
মুখচোরা ভুঁই ফোঁড় আড়ালে আড়ালে?


কাপড়ের ভিতরে মুখ আঁধারেই যত সুখ,
নির্লজ্জ বেহায়া হয়ে জেগে রয় সেযে উন্মুখ।


মিষ্টি যন্ত্রনা দেয় তোমাকে আমাকে,
বোঝেনা সে, শোনেনা কথাও কোনও বারেকের তরে ।


কেন যে এমন হয় সেও যে বোঝেনা হায়,
মোহগ্রস্ত ইঁদুরের মত চলেছে ধেয়ে কোন বাঁশিওয়ালার পিছে পিছে ।


মাথা পেতে নিতে হয় অশ্লীলতার যত দায়,
তবুও পারেনা কেন থামাতে নিজেরে ?


হুঁ – তাইতো অবশেষে নির্লজ্জ বেহায়া হয়ে
উঁকিঝুঁকি মেরেই যায় সময়ে অসময়ে !


পারনি এখনও কেউ চিনতে কি তারে ?
অসহিষ্ণু ছন্নমতি বিচিত্র উহারে ?


বড়ই বেয়াড়া সেতো -
বেহায়া বেসামাল ওই কামনা বেআক্কেলে ।
___________________
অমিতাভ ( ৬.১১.২০১৪) লেকের ধার, বিকেল ৫-৩০