ঘুমভাঙ্গা ভোর, মিষ্টি হাওয়ার সাথে
উড়িয়ে নীল আঁচলখানি তুমি দুয়ারে আমার ...
এমনই মাধুরিমণ্ডিত হত যদি আজ -
শিশিরশিক্ত এ'সকাল!


আছে দুঃখ আছে মৃত্যু
জানি আছে জীবনের যন্ত্রনা।
তবুও কেন যে বোঝেনা এ'মন,
বেদনার বিষে করে শরাহত, বৃথা হাহাকার গঞ্জনা।


একাকী এ'মন নিঃস্ব হৃদয় কোন সে বিদিশার নেশায় ?
বাড়িয়ে দেয় শূন্যে দুহাত কোন সে আকুল আহ্বানে?
_____________________
অমিতাভ (১৪.৪.১৯) বাড়ি