কুয়াশা ঘনাবে রাতে,
আজ হবো সাথে তোর -আমি একসাথে।
পাগলাঝোরার তীরে
শাল শিরীষ আর সেগুনের বনে - বিজনে কুজনে,
চাঁদের আশীষ মাখা
বনজ্যোৎস্নায় ঢাকা - ঝিলমিল শামীয়ানা তলে ।
রাত নিঝুমে ওই জোনাকিরা বসিয়েছে
দীপাবলি মেলা - বিলাসী বাসরে,
রূপালী চাদর দিয়েছে বিছিয়ে চাঁদ
নির্জন বালুচরে - স্বর্গ নামিয়ে।
মাখব আতর ভালবাসার গাইব যে গান প্রেমের
ভাসব দোঁহে স্বপ্নীল - এই রাতের অভিসারে।
______________________
অমিতাভ (২২.৯.১৮)