জানিস কি তুই ?
যতটুকুই পেয়েছি তোকে আমি
কিংবা নিজেকে উজাড় করে যেভাবে ছড়িয়ে দিয়েছিস তুই
তোর মন মহুয়াকে জ্যোৎস্নার আলো মেখে -
অনিন্দ তোর প্রেম,
আমি তার নিয়েছি সবটুকু নির্যাস
তারিয়ে তারিয়ে তারে করেছি উপভোগ আমি,
আর ততই হয়ে গেছি - অনুগত তোর।


আমার ভালবাসার পাগল হাওয়া ,
আমার বন্যা প্রেমের তুই
কিন্তু তুই কি জানিস প্রিয়?
তোকে পাওয়ার এই অমল সুখের চাইতেও যে আজ
অনেক অনেক বেশি আমার যন্ত্রনা ও ক্ষুধা ।
কেন তোকে পাইনা কাছে আমি অবিরত ?
আমি যে আরও আরও অসহিষ্ণু ব্যগ্র এখন,
শুধুই তোকে কাছে পেতে চাই আমি যে সতত।


আষ্টে পৃষ্টে আরও তোকে নিবিড় করে চাই
একান্তে চাই, নিভৃতে চাই, চাই নিদ্রায় জাগরণে,
আমি যে চাই তোকে পেতে - উষ্ণতার কৃষ্ণ গহবরে ।


সত্যিই আমি বলছি তোকে
তোর উদ্ভিন্ন এই প্রেমের উষ্ণতায়
আমি যে আজ হয়ে গেছি তোর কলঙ্কভাগি !
এই কি পূর্ণতা, নাকি অতৃপ্তির তৃষা ?
নাকি অনন্ত প্রেমের পথে অশেষ ক্ষুধা নিয়ে
আগামীর পথে চলার আমার অন্তিম প্রস্তুতি?
_____________________________
অমিতাভ (১১.১০.১৮)