সুজন বিনা কাটেনা রে, আমার কাটেনা আর দিন,
মন খোঁজে তার ভালবাসা অহ রাত্রি দিন ।
ভবনদীর উজান স্রোতে
জীবন আমার যায় যে বয়ে,
মাঝি আমি নৌকা যে বাই
আমার বৈঠা যে নাই হাতে ।


জীবন জীবন জীবন করি
চাই তারে বড় আপন করি,
জীবন দেখি ভাসে ডোবে
আলোর দিশায় আঁধার পথে ,
ফিরেও সে দেখেনা যে মনের আঙ্গিনা
মনের কথা ভাবেনা সে মনকে বোঝেনা ।


মন যমুনায় দেই যে পাড়ি ভাসিয়ে সাধের প্রমোদতরী
জীবন তারে ভাসায় ডোবায় ভবনদীর জলে।
মনের কথা মনই থাকে ,
মনতো খোঁজে সুজনেরে তার ভালবাসার ধন ।
জীবন ছোটে আপনমনে লক্ষ্য যে তার মোহনাতে
শোনেনা সে মনের কথা বোঝেনা সে মন ।
_________________________
অমিতাভ (১৮.১২.২০২০) গৃহকোণ সকাল ১১-০০