বড়ই কাঙ্খিত
____________
আমাকে সবাই তো চাও বড় আপন করে পেতে।


সেই তোমাকেই আবার দেখি বন্দী করে রেখেছ কেমন নিজেকেই নিজে -


ধর্ম নীতি স্বার্থপরতা,গোঁড়ামি আর আত্মম্ভরিতায় ভরা নিজেরই পাতা ফাঁদে !


আমাকে যদি পেতেই চাও পত্রপাঠ বন্ধ কর তোমার অহরহ ওই বেপথু জাল বোনা,


ছিঁড়ে ফেল তোমার চোখের পাতায় ঝোলানো অন্ধত্বের কালো পর্দাখানি।


আমিতো সেই শুরু হতেই বাড়িয়ে রেখেছি হাত উজাড় করে দিতে, সকলেরই কাঙ্খিত - আমি স্বাধীনতা !!
_______________________
অমিতাভ (২.৮.১৮) বাড়ি, রাত ১২-৩০