শিশির ভেজা কুয়াশাঘন বসন্ত প্রভাত,
দুলকি চালে বয়ে চলা ঐ দখিনি হাওয়া -
আনমনে কি যেন সে বলে গেল কানে,
প্রাণে খুশির ছোঁয়া দিয়ে সে চলে গেল বয়ে  ।


মন ওরে তুই কারে খুঁজিস ?
কালো ভ্রমর হয়ে বুঝি -
গুনগুনিয়ে উড়িস রে তোর মনেরই আকাশে !
তুইও কি মেতেছিস মন রাঙ্গিয়ে আপনারে বাসন্তী গুলালে?


রাতশেষে ওই সোনারোদে
কে যেন আবীর মেখে ডাকে যে আমায় ।
ঘুমচোখে চেয়ে দেখি একরাশ হাসি নিয়ে দুয়ারে আমার
উজ্বল সোনামাখা বসন্ত সকাল ।

অশোকে পলাশে লাল,
হলুদের বন্যায় অতসি অমলতাস,
আকাশে বাতাসে ওই লাগলো যে দোল ,
বসন্তের নেশাতুর আবীরে গুলালে।


আবারও কি রঙ্গিন হব রাঙ্গিয়ে আপনারে
পাগল প্রেমিক হয়ে ভিজব দেদার প্রেমে,
ভাসবো প্লাবনে আজি বসন্ত বেলায় !
____________________
অমিতাভ (২৪.২.২০২১)