ইলশেগুড়ি বৃষ্টিদিনে মিষ্টি এ’সকাল
আয়না দুজন একটু ভিজি,
মেটাই মনের তাপ !
নাও ভাসিয়ে কাগজ দিয়ে
ছোট্ট বেলার সেদিনগুলোয়
আয়না দুজন ঘুরেই আসি,
একটু ভিজি আয় ।


আয় ভিজি আজ
ভেজাই এ'মন, মনের উষ্ণতা ।
আজ ভেজাই চাওয়া পাওয়াগুলো
ভিজিয়ে ভাললাগার সাথে -
চল তুই আমি একসাথে ।
এমন ঝিরিঝিরি ইলশেগুড়ি বৃষ্টির এ' প্রভাতে
যাই না ভেসে একটু নাহয় আনন্দ অভিসারে ।


দেখ চেয়ে তুই -
কেমন ইলশেগুড়ি বৃষ্টিদিনে মিষ্টি এ'সকাল,
ভিজিয়ে এ'মন আয় ভিজি আজ
মেটাই মনের তাপ !
একটু আরও হই না কাছে একটু নিই উত্তাপ,
একটু না হয় করি চুরি তোর ভেজা তনুমন,
ভাসি দোঁহে এমনধারা শ্রাবনধারায় ।
___________________
অমিতাভ (৩০.৭.২০১৫)সকাল ৭-০০