ওগো প্রিয়তমা আমার প্রিয়ংবদা,
তোমাকে দিলাম তুলে
শিশির ভেজা সোনালী এই ভোরে
এক মুঠো তুল তুল নরম কুয়াশা,
প্রেমিক হৃদয় হতে নিংড়ানো ব্যাকুল পিয়াসার জল।


দুপুরের নিঃশব্দ নিমগ্নতায়
দখিনের জানালাটি খুলে তোমাকে দিলাম -
তির তির বয়ে চলা শান্ত নদীর তীর,
এক ঝাঁক সাদা বক, উড়ে চলা গাংচিল,
তারই সাথে উতলা এই ব্যাকুল হৃদযের মৌনমুখর ভালোবাসা।


চঞ্চল এ'হৃদয়ের তরঙ্গমালায় তুমি রক্তকমল হয়ে ভাসো,
ওগো প্রিয় তুমি আছ তাইতো রয়েছি আমি আজও।
চাইনা শান্ত হতে আমি, হতে ধীর অচঞ্চল
চাই অকুন্ঠ তোমার প্রেমে আমি হতে বিহবল।
তাই আকুল প্রেমের ব্যাকুলতা, অস্থিরতার ঝড় - প্রেয়সী তোমাকে দিলাম।
______________________
অমিতাভ শূর (২৭.৬.১৯) বাড়ি, রাত ২-১৫