বেহিসেবি পাগলপারা উদ্দাম উচ্ছল ,
বেশ তো ছিলাম
বাউন্ডুলে এক ছন্নছাড়া -
নাবিক বেমিশাল !
মানতনা সে কোনও বাধা
খোলা হাওয়ায় ভেসে চলা,
ছিল স্বাধীন বিচরণ।


কোথা হতে ছাইল কালো মেঘের রাহুগ্রাস,
তার জীবনে উঠল একোন ঝড়?
ভাঙল তরী নদীর বাঁকে,
পায়না খুঁজে তল,
নাবিক - বাকরুদ্ধ বিহ্বল!
_______________________
অমিতাভ (২.১০.১৮)