জীবন আছে সবুজ ঘাসে
আছে সে ঐ খোলা হাওয়ায় ,
আনন্দরা ছড়িয়ে আছে
না চাওয়া সব সুখকে পাওয়ায় ।
ওরা আছে ঘাসের শিষে শিশিরকণায়
কাশের ফুলে ওই যে জীবন হাওয়ার দোলায় দোলে ।


জীবন যে ঐ আকাশ নীলে, ঈশান কোনের রামধনুতে,
ও আছে ঐ খোলা পালে লাগিয়ে হাওয়া নিরুদ্দেশে ছুটে ।


জীবন আছে ভোরের সোনা রোদের আলোয়
ফুলের সুবাস শিশুর হাসি পাখির কলরবে,
আছে দুইটি মনের আদুর প্রেমে
জীবন যে ঐ অন্বেষণে আপনারে জেনে।
নিরীহ বা অবলাকে বিপদ হতে টেনে তুলে
তৃপ্ত জীবন পূর্ণতা পায়, পায় অমৃতের সন্ধান ।


জীবন জীবন জীবন করে খুঁজি তারে হন্যে হয়ে
জীবন যে ঐ সরলতায় আছে ঋজু মনের সত্যতাতে।


জীবনকে প্রায় সবাই যে চায়
আত্মসুখের গর্ববোধে,
চায় বিলাস বৈভব সুখ সম্মান
হোক ওরা সব শুধুই তারই ।
বাকিরা সব নিঃস্ব হয়েই
থাকনা হয়ে সব ভিখারি ।


হায় - বোঝেনা যে কেঊ তাহারা
আত্মসুখে মগ্ন হয়ে দিনশেষের শেষ পালাতে ওরা যে সব দীনভিখারি ।
________________________
অমিতাভ (১১.১০.২০২০) চাঁদপুর , দুপুর ২-২০