আপনারে চলেছি আমি খুঁজে বারে বারে
কতরূপেই না দেখি এই আমাকেই আমি কতনা কলেবরে !
কতভাবে যে খুঁজি তারে হোঁচট খেতে খেতে,
কখনও বিক্ষিপ্ত হই, অবাক মুগ্ধ হই কখনও বা হই চঞ্চল ,
কখনও হয়তো একটু বুঝিও বা তারে।
যেই না কাছে যাওয়া উৎসাহভরে আরও জানতে তাহারে
সে শুধু হাসে আর যায় সরে সরে ।
চিনেও যেন চেনেনা আমায়,
চেনা তো হয়না আর কিছুতেই তারে ।


এ' যেন আপন প্রতিবিম্বকে দেখে
শান্ত দীঘির জলতলে তাকে একটু ছুঁতে চাওয়া,
যেই না ভালোবেসে তাকে আঙুলের স্পর্শে যাই ছুঁতে
দেখি শুধুই তরঙ্গ আর তারই মাঝে এই আমি না, হারিয়ে যাই ক্রমে ক্রমে,
কোথায় আমি ? না না আমাকে ছেড়ে যেওনা গো আমারই তুমি ...
______________________
অমিতাভ (১২.১২.১৮)