কিসের এত কাজিয়া তোদের টিকি টুপি দাড়ি নিয়ে
কেন যে এই চুলোচুলি এত রং ধর্ম জাতী নিয়ে ?
ভুলেই গেলি সবাই আছি একই গ্রহে বাসা বেঁধে
দুঃখে কাঁদি সুখে হাসি, সবার রক্ত দেহের লাল !


তোর আমার শুরু ছিল একই পিতা মাতার থেকে
মৃত্যুর পর পঞ্চভূতে সব বিলীন হয়ে যাব শেষে ।


এত দম্ভ ঘৃণা নিয়ে  হানাহানির পর
জানিস কি তুই কেমন করে শেষের সেদিন যাবি রে তোর ঘর ?
তুই আমি সব চলে যাব রিক্ত হয়েই উড়ান নেব
নিঃশব্দে কবরে না হয় চিতার আগুনে।


এত দেখেও কি করে যে ভুলিস একদিন হতেই হবে শেষ
তবুও কেন এই কাজিয়া, রক্ত নিয়ে হোলি খেলা ?
ধর্মাধর্মের যুযুধান কোথাও মানবতা নেই ,
নেই শান্তি নেই প্রেম আছে কাজিয়া হামবড়াই !!
---------------------------------------------
অমিতাভ (৩.১০.২০১৬)