আসবেনা তুমি আর কোনও দিনও জানি
হারাতে দেখেছি পঞ্চভূতে কাঙ্ক্ষিত ও'দেহের রং রুপ হাসি ।
তবুও কেন যে হায়
ওই তড়িতাহত মরা গাছটার মত দাঁড়িয়ে রয়েছি আজও ঠায়,
নিস্তেজ শিকড়গুলোকে আঁকড়ে ধরে আজও -
বুকে নিয়ে কোন সেই অনন্ত পিপাসায় ...

ভরা শীতের রাতে ঘোলা চোখে আছি চেয়ে
নীল আকাশের পানে চেয়ে ঝুম বৃষ্টির অপেক্ষায় !
বিচিত্র এক অলীক বিশ্বাস নিয়ে -
রাতের নিঝুমে ছায়ার মায়ায়,
যেন ডাইনোসরের শতাব্দির জিবাশ্ম হয়ে যাওয়া
ওই ডিম থেকে ফুটে - চরে বেড়ানোর স্বপ্ন সাকারের সাধ !!
_____________________
অমিতাভ (৫.১১.২০১৭)বাড়ি, রাত ১- ২০