দুঃখ আমার মনের কোণে দুঃখ চোখের ঝিলে,
দুঃখ আছে তোমার আমার বেড়ে চলা দূরত্বের মিছিলে।


দুঃখ কিছু ঝঞ্ঝা হয়ে ভাঙছে যে ঘর এই হৃদয়ের ,
কেউ বা ওরা অখেয়ালেই হৃদয় জুড়ে গেড়ে চলে লম্বা শিকড়।


দুঃখ ব্যাধি জ্বরায় আছে ব্যর্থতার পাঁকে,
দুঃখ যে এই অনিচ্ছাতেও খুঁড়িয়ে চলা জীবন নির্বাহে ।


মনের মনিকোঠায় কিছু দুঃখ থাকে জমে
নিরুপায় হয়েও দুঃখ কিছু পুষতে যে হয় মনে ।


কিছু দুঃখ থাকে যাদের বাইরে আনা মানা
দুঃখ কিছু আছে যাহার ষোল আনাই আমার ।


দুঃখ যাহার দুঃখ তাহার সে দুঃখ নয় অন্যের আহার
দুঃখ নিয়েই ইহজীবন - সে আছে ঐ কান্না হাসি যৌনাচারেও ।


ওরে দুঃখরে তুই কি সুখ যে পাস আমার সুখ ছিনিয়ে তুই বারেবার
দুঃখের কাঁটার মালা গেঁথে আমায় কেন যে পরাস?
______________________
অমিতাভ (১.৫.২০২০)