তুমি আমার বনজোৎস্না তুমি চূর্ণী মেঘমালা
ভোরের শিশির তুমি আমার শীতল ঝর্ণাধারা।
তুমি আমার স্বর্গ নরক আমার মর্তভুমি
প্রাণসজনী তুমি আমার, তোমায় নিয়েই আমি।


তোমার কোমল তনু, গন্ধ দেহের ওই সুমধুর ধ্বনি
জাগায় আমার নিদ্রা অলস আঁখি দুটি, জাগিয়ে বিভাবরী ।
তুমি মনে তুমি প্রাণে আমার আদীঅন্ত তুমি
তুমি আছ তাইতো যে আজ পরিপূর্ণ আমি।
তুমি আমার গুঞ্জরিনী আমার যত কানাকানি
স্রোতস্বিনী কল্লোলিনী নির্ঝরিণী তুমি ।
তুমি আমার নীরবতা তুমি আমার বাণী
অভিমানী তুমি আমার তুমি বিনোদিনী ।


কত রঙে কত রূপে ছড়িয়ে আছ তুমি
অন্তরে বাহিরে আমার তুমি শুধু তুমি ।
______________________
অমিতাভ (২০.২.২০১৭)