নাইবা তুমি মানলে আমায় নাইবা দিও মান,
ভুলোনা ভুলোনাগো তুমি ভুলোনা আমায় ।
ব্যাকুল প্রানের প্রেমকে তুমি কোরোনা অম্লান।


অবুঝ এ'মন পাগলপারা, সদাই সে যে দিশাহারা
ওই নয়নে ওই হৃদয়ে, মনের আঙিনায়
একটু সে চায় শীতল ছায়া কোমল পরশ একটুকু আশ্রয় ।
চায় সে তোমার একটু নিটোল মিষ্টি হাসি
চিবুক রাঙা দুস্টু মিষ্টি আড় নয়নের ঢল- ভুলবিনা তুই বল।


ভিখারি এ'মন পাগল প্রেমের, তোমারই দুয়ারে খোঁজে ক্ষুন্নিবৃত্তির চাল,
সুজাতার হাতে হতে প্রাণদায়ী অমৃত জল।
একটু নাহয় দিলেইবা কাঙাল মনে ছিটিয়ে তুমি সোহাগী আশ্রয়!
রাখব তারেই বুকে ধরে ভরতের মতন।
ভুলোনা ভুলোনাগো তুমি ভুলোনা আমায় ,
ব্যাকুল মনের প্রেমকে তুমি কোরোনা অম্লান।
________________
অমিতাভ (২৬.৫.২০২০)
সকাল ১০-৫০