ভাবতেও বড় অবাক লাগে, দ্বন্দ হয় মনে
অস্বচ্ছ হয় অনুভূতি, লাগে অসহায়।
বার বার হ্যাঁ বার বার সেই কবে থেকে
একই ভুল করেই চলেছি অবিরত
মানুষকে ভালবেসে পরিশেষে ঠকে।


পাতা থেকে সবুজ রঙ যেমন ক্রমেই হারায়
হারাতে হারাতে একদিন কখন যেন হয় সে ধুসর,
ঠকতে ঠকতে জীবনসায়াহ্নে কেমন
ভালোবাসা আজ ডুমুরের ফুল, নিতান্ত বিরল।


তবুও জানা নেই ভালোবাসা কেন তারে ফিরে ফিরে চাই?
অমলিন, চিরভাস্বর হয়ে তার হোক জগতের বুকে ঠাই!
কেন সে হবে দীর্ঘশ্বাসে বিষাদ কেনা, ট্রেজেডিতে অন্তিম?
কেন হবেনা ভালোবাসা জয়ের কাহিনি - সুরভিত অমলিন?


কায়ক্লেশে এত করেও জেনেছি জীবন -  তুমি কত সুন্দর
রহস্যময় মোহন মুরতি তুমি আনন্দময় - নওতো তুমি ভয়।
ভালোবাসা তুমি দাও দুখের মাঝে সুখের হাতছানি
সুবর্ণ কঙ্কণ তুমি - ভালোবাসা যেন বাঁচার সঞ্জিবনী,
তুমি যেন ওই আকাশপারের অপাপ বিশাখা, তুমি সায়ন্তনী।
___________________________
অমিতাভ শূর (১৫.১২.২০২৩) গৃহকোণ