আজ ফাগুনবেলায় রংবাহারে
রাঙ্গুক ধরণী,
রঙিন পটে সাজিয়ে রাখি
ছোট্ট এই মানব জীবনী।
দোলের রঙে দুলুক উঠে
ভেদাভেদের উর্দ্ধে উঠে রঙিন ধরণী।


আয় মুছি সব মনের কালো
রঙিন জলে ফাগের গুঁড়োয়,
ধর্ম ভুলে জাতি ভুলে
আয়না বাঁচি সবাই মিলে
রাঙা হয়ে রাঙিয়ে ভুবন
- এক রঙিন বলয়ে।
__________________
অমিতাভ (৯.৩.২০২০)


** শুভ দোল, রঙের হোলি, আনন্দের দোল, মেলবন্ধনের হোলি, মানবতার হোলি,
জীবন যে বিভেদের নয়, তা যে রঙিন - হোলি তারই পদাবলী ।