দুটোদিন থাকবে বলে মর্তে ছেলেপুলে নিয়ে
দু্র্গা নেমে এলো শরৎকাল ।
কাশের বনে শিউলি ফুলে পদ্মভরা দীঘির জলে
বেশ তো ছিল সময়টা শানদার ।


কিন্তু নেমেই দেখে একি গেরো চারিদিকে শুধুই কেলো,
দাদাগিরির ঠ্যলায় ওদের আমি যে জেরবার !
দু্র্গা নিয়ে এই কি ছেলেখেলা ?
ভাবছেনা কেউ ছেলেপুলে নিয়ে আমার একি যন্ত্রনা !


ঘাড়টি ধরে টেনে আমায়
লম্বা করে দিল ওরা আকাশ পারাপার ।
ওঃ তাতেও ওদের মিটল না যে সাধ,
একেই আমার দশভুজের কি অসহ্য ভার !
দেখি লরি লরি মাটি এনে চড়িয়ে দিল আমার ওপর
বানায় হাজার খানা হাত !
ঊঃ কি যন্ত্রনা কি যন্ত্রনা গন্ধমাদদন ভার,
টনটনিয়ে ওঠে শরীর – ওঃ সে কি অসহ্য ব্যপার।


এর পরে আর শরৎকালে আসবো কিনা ভাববো দেখে
মানে মানে ওদের নিয়ে কৈলাসেতে ফিরি তো একবার ,
এখানে যে এত জ্বালা এত হেপা - মনমানি সব এত খেলা
ঘুনাক্ষরেও তাতো আমার জানা ছিল না !!
ঊঃ কি যন্ত্রনা কি যন্ত্রনা -
এ যে সামলে ওঠা দায় !!
--------------------------------------------------
অমিতাভ (১২.১০.২০১৬)


** এ’বছর দেশপ্রিয় পার্কে  ঐ আকাশ্চুম্বি হাজার হাত দুর্গার নির্মাণ দেখে আমার এই লেখা ।